স্বাভাবিক জীবনে ফিরে আসতে বাঁশখালীতে আত্মসমর্পণ করছেন ৩৪ জলদস্যু। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে অস্ত্র জমা দিয়ে তারা আত্মসমর্পণ করছেন। বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেছে র্যাব-৭ ।
র্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মো. মশিউর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জলদস্যু বাইশ্যা ডাকাত বাহিনীর ৩ জন, খলিল বাহিনীর ২ জন, বাদশা বাহিনীর ৩ জন, জিয়া বাহিনীর ২ জন, কালাবদা বাহিনীর ৪ জন, রমিজ বাহিনীর ১ জন, ফুতুক বাহিনীর ৩ জন, বাদল বাহিনীর ১ জন, দিদার বাহিনীর ১ জন, কাদের বাহিনীর ১ জন, নাছির বাহিনীর ৩ জন এবং অন্যান্য আরো ১০ জন জলদস্যু আত্মসমর্পণ করবেন।
এ অনুষ্ঠানে ৩৪ দস্যু তাদের ৯০টি দেশি-বিদেশি অস্ত্র, ২ হাজার ৫৬ রাউন্ড গুলি ও কার্তুজ জমা দিচ্ছেন।
৩৪ জলদস্যু আত্মসমর্পণে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী, মহেশখালী, কুতুবদিয়া ও চকরিয়া এলাকার জেলেরা স্বস্তিতে তাদের জীবিকা নির্বাহ করতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জয়নিউজ/পিডি