ঘরের মাঠে আর্জেন্টিনার ড্র

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ঘরের মাঠে প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা।

- Advertisement -

শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে অনুষ্ঠিত এ ম্যাচে শুরু থেকে ভালো খেলে আর্জেনটিনা। কিন্তু উল্টো প্রথমে গোল হজম করে মেসিরা। ২১ মিনিটেই পেনাল্টি পায় প্যারাগুয়ে। মিগুয়েল অ্যালমিরনকে নিজেদের বক্সের মধ্যে ফাউল করেন আর্জেন্টিনার ডিফেন্ডার মার্টিনেজ। স্পট কিক থেকে প্যারাগুয়েকে এগিয়ে দেন অ্যানজেল রোমেরো।

- Advertisement -google news follower

গোল শোধ করতে মরিয়া হয়ে উঠে আর্জেন্টিনা। প্যারাগুয়ে ডি বক্সে আক্রমণের পর আক্রমণ করতে থাকে দলটি। ৪১ মিনিটে আসে সেই সমতাসূচক গোল। লো সেলসোর কর্ণারে দারুণ দক্ষতায় হেড করে গোল করেন নিকোলাস গঞ্জালেজ (১-১)।

যদিও প্রথমার্ধেই লিড নিতে পারত আর্জেন্টিনা। হয়নি। রদ্রিগোর বুলেট গতির শট প্রতিহত করেন প্যারাগুয়ের গোলরক্ষক সিলভা। দ্বিতীয়ার্ধে গোলের দেখা পেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু ভিএআর এ চেক করার পর তা বাতিল হয়ে যায়।

- Advertisement -islamibank

৭২ মিনিটে মেসির  আরেকটি ফ্রি কিক প্রতিহত করেন প্যারাগুয়ের গোলরক্ষক। শেষের দিকেও কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও হাসি মুখে মাঠ ছাড়তে পারেনি আর্জেন্টিনা।

এর আগের ম্যাচে বলিভিয়ার মাঠে ইতিহাস গড়া জয় পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু এ ম্যাচে আর তা ধরে রাখতে পারলো না মেসিরা।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM