৫ বছর পর নেপালকে হারাল বাংলাদেশ

করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে ফুটবল-ক্রিকেট বেশ আগেই ফিরেছে। সেই হিসেবে একটু দেরিই হলো বাংলাদেশের। ঘরোয়া ম্যাচ দিয়ে দেশের মাটিতে ক্রিকেট ফিরলেও ফুটবল ফিরেছে আন্তর্জাতিক ম্যাচ দিয়ে। শুক্রবার (১৩ নভেম্বর) নেপালের বিপক্ষে মুজিব বর্ষ ফিফা ইন্টারন্যাশনাল সিরিজের প্রথম ওই ম্যাচে বাংলাদেশ জিতেছে ২-০ গোলে।

- Advertisement -

ম্যাচের আগে মাঠের জয়-পরাজয় ছাড়িয়ে করোনার বিরুদ্ধে মাঠে ফুটবল নামাতে পারাটাই ছিল সবচেয়ে বড় জয়। মার্চ থেকে দক্ষিণ এশিয়ার কোনো দেশে ফুটবল মাঠে গড়ায়নি। সেই হিসেবে ফুটবল শুরুর প্রথম পথটা দেখাল বাংলাদেশ। তবে ফুটবল মাঠে ফেরানোর আনন্দের সঙ্গে ঘরের মাঠে ময়দানি লড়াইয়েও জয় লক্ষ্য ধরে নেমেছিল বাংলাদেশ।

- Advertisement -google news follower

করোনা জর্জরিত নেপালের বিপক্ষে শুরুটাও সেভাবেই করেছিল। ম্যাচের ১০ মিনিটের মাথায় মোহাম্মদ নওয়াজ জীবন গোল করে দলকে এগিয়ে নেন। এরপর করোনার কারণে দেশে গুরুত্বপূর্ণ আট ফুটবলারকে রেখে আসা নেপালকে ঠেসে ধরেন জামাল ভূঁইয়ারা। কিন্তু গোলটা ঠিক পাচ্ছিল না। ম্যাচের ৮০ মিনিটে সেই বাধা ভাঙেন মাহবুবুর রহমান। দলকে এনে দেন ২-০ গোলের সহজ জয়। নেপাল অবশ্য ভালোই পরীক্ষা নিয়েছে লাল-সবুজের ডিফেন্সের।

নেপালের বিপক্ষে এই জয়টা অবশ্য দীর্ঘ পাঁচবছর পর পেল বাংলাদেশ। এর আগে ২০১৫ সালে ঘরের মাঠে নেপালের বিপক্ষে জয় পেয়েছিল লাল-সবুজের দলটি। তবে জেমি ডের শিষ্যরা সর্বশেষ দুই ম্যাচে নেপালের বিপক্ষে হার দেখেছিল।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM