ধর্মচর্চা মানুষের মনকে পরিশুদ্ধ করে: চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেছেন, ধর্মীয় চর্চা মানুষের মনকে পরিশুদ্ধ করে। সেইসঙ্গে আলোকিত মানুষ হতে সাহায্য করে, কুসংস্কার হতে দূরে রাখে।

- Advertisement -

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় শ্যামা পূজা ও দীপাবলী উপলক্ষে চবির কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে প্রদীপ প্রজ্জ্বলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের তিনি এসব কথা বলেন।

- Advertisement -google news follower

তিনি আরো বলেন, ধর্মীয় অনুশাসন মেনে চললে পরিবার, সমাজ ও রাষ্ট্র থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি দূর হয়, মানুষে মানুষে ভেদাভেদ থাকে না।

এসময় মঙ্গল প্রদীপের আলোয় সকল অন্ধকার দূর হয়ে সত্য, সুন্দর আর কল্যাণে ধরিত্রী পরিপূর্ণতা পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

- Advertisement -islamibank

চবি সনাতন ধর্ম পরিষদের সভাপতি প্রফেসর ড. তাপসী ঘোষ রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. সজীব কুমার ঘোষ এর সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মো. এমদাদুল হক, প্রফেসর বেনু কুমার দে, প্রফেসর ড. দ্বৈপায়ন সিকদার, প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী, প্রফেসর ড. অলক পাল, সহযোগী অধ্যাপক ড. বিশ্বজিৎ নাথ, ড. প্রকাশ দাশগুপ্ত, ড. সুজিত কুমার দত্ত, সহকারী অধ্যাপক ড. শ্যামল কর্মকার, ভারপ্রাপ্ত প্রক্টর ড. মো. আতিকুর রহমান, সহকারী প্রক্টর রামেন্দু পারিয়াল, আহসানুল কবির পলাশ, সহকারী অধ্যাপক জনার্দন মহান্ত, চবি বৌদ্ধ ছাত্র সংসদ সভাপতি অরূপ বড়ুয়া প্রমুখ।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM