স্থগিত পরীক্ষা নেবে চবি, বন্ধ থাকবে হল

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়া বিভিন্ন বিভাগের বাকি পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।

- Advertisement -

রোববার (১৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান।

- Advertisement -google news follower

তিনি বলেন, করোনার কারণে আটকে থাকা পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে চবি উপাচার্যের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। তবে আবাসিক হলগুলো বন্ধ থাকবে। বিভাগের সভাপতিরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরীক্ষার রুটিন দেবেন।

এসএম মনিরুল হাসান বলেন, ভর্তি পরীক্ষা সশরীরে নেওয়ার বিষয়ে সবাই একমত হয়েছেন। আমরা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করব। এইচএসসির রেজাল্ট দিলে পরবর্তী সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ভর্তি কমিটি।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM