স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন আইইডিসিআরে করোনা পজিটিভ হলেও পুলিশ লাইন্স হাসপাতালে পরীক্ষার ফলাফলে তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে।
রোববার (১৫ নভেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর একটি কর্মসূচিতে অংশগ্রহণের জন্য মন্ত্রী মহোদয় ও সচিব স্যার গতকাল (শনিবার) করোনা পরীক্ষা করতে আইইডিসিআরে নমুনা দেন। পরীক্ষায় দুজনেরই ফলাফল কোভিড-১৯ পজিটিভ আসে।
তিনি আরও বলেন, আরও নিশ্চিত হতে আজ (রোববার) রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে দু’জনেই আবার নমুনা দেন। সন্ধ্যায় পরীক্ষার ফলাফল পাওয়া যায়, তাতে দুজনই নেগেটিভ হন। এখন তৃতীয় কোনো স্থানে পরীক্ষা করা হবে কি-না সেটা মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বললে জানতে পারব।