ফাইজারের টিকা ৯৫ শতাংশ কার্যকর প্রমাণিত

যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান ফাইজার জানিয়েছে, তৃতীয় ধাপের ট্রায়ালের চূড়ান্ত বিশ্লেষণে তাদের করোনার টিকা ৯৫ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে তারা নিয়ন্ত্রক সংস্থার অনুমতি পাওয়ার চেষ্টা করবেন।

- Advertisement -

বুধবার (১৮ নভেম্বর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

- Advertisement -google news follower

ফাইজার জানিয়েছে,তাদের টিকা বয়স্কদেরও করোনা সংক্রমণ প্রতিরোধে সক্ষম। এছাড়া নিরাপত্তার ক্ষেত্রে কোনো গুরুতর উদ্বেগের ঘটনার প্রমাণ পাওয়া যায়নি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১৭০ জন করোনা আক্রান্তকে টিকার প্রথম ডোজ দেওয়ার ২৮ দিন পর এর কার্যকারিতা শুরু হতে দেখা গেছে।

- Advertisement -islamibank

বিবৃতিতে ফাইজার বলেছে, ‘যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের নিরাপত্তা মাইলফলকের জন্য জরুরি ব্যবহার অনুমোদন পাওয়া গেছে। এ পর্যন্ত টিকা প্রার্থীর কোনো গুরুতর নিরাপত্তা উদ্বেগের খবর পাওয়া যায়নি।’

প্রসঙ্গত, গত সপ্তাহে ফাইজার জানিয়েছিল, তাদের টিকা ৯০ শতাংশেরও বেশি মানুষের বেলায় কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM