আমিরাতে প্রবাসীদের জন্য দারুণ সুখবর

মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের চলতি বছরের শেষ পর্যন্ত অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত জরিমানা ছাড়া বৈধ হবার বা দেশ ত্যাগ করার সুযোগ দিয়েছে সংযুক্ত আরব আমিরাতে।

- Advertisement -

আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ (আইসিএ) ঘোষণা করেছে যে, অবৈধ অভিবাসী যাদের ভিসার মেয়াদ ১ মার্চের আগে শেষ হয়ে গেছে তারা ডিসেম্বর বা তার আগে আমিরাত ত্যাগ করলে তাদের জরিমানা মওকুফ করা হবে।

- Advertisement -google news follower

আমিরাতের আইডি এবং ওয়ার্ক পারমিট সংক্রান্ত সমস্ত দণ্ড এবং নিষেধাজ্ঞা সমূহ প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইসিএ এর বৈদেশিক ইমিগ্রেশনের মহাপরিচালক সাঈদ রাকন আল রশিদী।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই নির্দেশনার সাথে ভিসা লঙ্ঘনকারীদের তাদের অবস্থানকে বৈধ করার জন্য আরো একটি সুযোগও থাকবে।

- Advertisement -islamibank

উল্লেখ্য, এ বছরের ১৪ মে ঘোষণা অনুযায়ী স্বল্প মেয়াদি সাধারণ ক্ষমার মেয়াদকাল ১৭ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল।

এদিকে আমিরাত সরকারের এ ঘোষণার পর দেশটিতে অবৈধ হয়ে পড়া অনেক বাংলাদেশীসহ হাজার হাজার প্রবাসী উৎফুল্ল হয়েছেন।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM