নগরের চকবাজার এলাকার পিপলস হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় পিপলস হাসপাতালে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান। এতে অংশ নেন চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এবং সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান জানান, প্রতিশ্রুত সেবা না দেওয়া, মূল্য তালিকার সঙ্গে চূড়ান্ত বিলের অসামঞ্জস্য এবং অব্যবস্থাপনার কারণে পিপলস হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ও ৫২ ধারা এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল আইনের ২০১০ এর ২৮ ধারায় এই জরিমানা করা হয় বলে জানান চট্টগ্রাম জেলা প্রশাসনের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, কিছু অভিযোগের ভিত্তিতে পিপলস হাসপাতলে অভিযান পরিচালনা করা হয়। অনিয়মের প্রমাণ পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে।