লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া দক্ষিণ ঘোনা এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে এক বন্যহাতির মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলার বড় হাতিয়া দক্ষিণ ঘোনায় মৃত হাতিটি দেখে তারা চুনতি বন সংরক্ষণ অফিসে খবর দেয়। পরে মৃত হাতিটি উদ্ধার করে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করে বন সংরক্ষক কর্মকর্তারা। বৈদ্যুতিক ফাঁদে পড়ে হাতিটি মারা গেছে বলে দাবি করছেন তারা।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানান, বিদ্যুতের তারে জড়িয়ে হাতিটা মারা যায়। এছাড়া হাতির গায়ে গুলির চিহ্ন পাওয়া যায় বলেও জানিয়েছেন তিনি।