গাভি’র কাছ থেকে ৬ কোটি ৮০ লাখ ভ্যাকসিন নেবে বাংলাদেশ

প্রাণঘাতি করোনাভাইরাস মোকাবিলায় ২০২১ সালের মধ্যেই টিকা বিষয়ক আন্তর্জাতিক জোট– গাভি’র কাছ থেকে ৬ কোটি ৮০ লাখ ভ্যাকসিন নেবে বাংলাদেশ।

- Advertisement -

গত ২ জুলাই গাভি’র কাছে এ নিয়ে একটি আনুষ্ঠানিক এক্সপ্রেশন অব ইন্টারেস্টও (ইওআই) পাঠানো হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা এসব তথ্য প্রকাশ করেন।

- Advertisement -google news follower

তারা জানান, ভ্যাকসিনের প্রতিটি ভোজের দাম পড়বে ১.৬২ থেকে ২ মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় ১৩৮ থেকে ১৭০ টাকা। গাভি’র কাছ থেকে নেওয়া ৬ কোটি ৮০ লাখ ডোজ ভ্যাকসিন থেকে এক এক জনকে দুই ডোজ করে দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের ওই সংবাদ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন অধিদপ্তরের প্রধান অধ্যাপক এবিএম খুরশিদ আলম।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM