চকবাজারে কোচিং সেন্টার চালু রাখায় জরিমানা

নগরের চকবাজারে করোনার মধ্যে সরকারি নির্দেশনা না মেনে কোচিং সেন্টারে ক্লাস চালু রাখায় ২ মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ নভেম্বর) এই জরিমানা করা হয়।

- Advertisement -

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক। সহায়তা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

- Advertisement -google news follower

অভিযানে কোচিং সেন্টার খোলা রেখে ক্লাস চালু রাখায় ওরাকল কোচিং সেন্টারকে ১০ হাজার ও বিসিএস হেল্প লাইন কোচিং সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, করোনার কারণে সব সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং কোচিং সেন্টারে ক্লাস বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। এই নির্দেশনা না মেনে চকবাজারে ২টি কোচিং সেন্টার ক্লাস চালু রাখে। অভিযান চালিয়ে কোচিং সেন্টার বন্ধ করে দেওয়ার পাশাপাশি কোচিং সেন্টারের মালিককে জরিমানা করা হয়েছে।

- Advertisement -islamibank

তিনি বলেন, আমাদের কাছে অভিযোগ আছে চকবাজারসহ নগরের বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কোচিং বাণিজ্য চলছে। আজকের অভিযানে দেখা গেছে, ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে অনেকে কোচিং সেন্টার বন্ধ করে দিয়ে পালিয়ে যায়।

আমরা সবাইকে নির্দেশনা দিয়ে এসেছি, কোচিং সেন্টার বন্ধ রাখতে। কোচিং সেন্টার যাতে কেউ চালু রাখতে না পারে সেজন্য আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM