রাঙামাটিতে তেলের গাড়ি থেকে কাঠ আটক

রাঙামাটিতে যৌথ বাহিনীর অভিযানে তেলের গাড়ি থেকে অভিনব কায়দায় লুকানো ৩৩৮ পিস কাঠ আটক করা হয়েছে। এসময় গাড়ির চালক আব্দুর শুক্কুরকেও আটক করা হয়।

- Advertisement -

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে পাচারকালে এসব কাঠ আটক করা হয়। পরে বনবিভাগের কাছে গাড়ি, কাঠ ও চালককে হস্তান্তর করে যৌথ বাহিনী।

- Advertisement -google news follower

বন বিভাগ জানায়, বৃহস্পতিবার ভোরে তেলের গাড়িতে করে গোদা ও চাপালিশ কাঠ পাচারকালে মানিকছড়ি চেকপোস্টে যৌথবাহিনী গাড়ি চেক করে ২৩৪.৭১ ঘনফুট কাঠ উদ্ধার করে। এসব কাঠের বাজার মূল্য প্রায় চার লাখ টাকা। আটক চালকের সঙ্গে কথা বলে কারা এসব কাঠ পাচার করছে তাদের নাম জানা গেছে। শিগগির তাদের বিরুদ্ধেও মামলা দেওয়া হবে।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুর জামান শাহ বলেন, আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে বন আইনে মামলার প্রস্তুতি চলছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM