ছুটির দিনে ঘোরাঘুরি, মাস্ক না পরায় জরিমানা

মাস্ক পরে বাড়ির বাইরে বের হওয়া নিশ্চিতে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও (২৭ নভেম্বর) নগরের বিনোদন স্পটগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।

- Advertisement -

এসময় মাস্ক না পরে বিনোদন কেন্দ্রে ঘোরাঘুরি করার দায়ে ৫১ জনকে জরিমানা করা হয়েছে। এদিন বিকেলে চট্টগ্রাম চিড়িয়াখানা, ডিসি হিল, সিআরবি এবং জাম্বুরি পার্কে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

- Advertisement -google news follower

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম।

চট্টগ্রাম চিড়িয়াখানায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম। তিনি মাস্ক না পরায় ১০ জনকে ২ হাজার ৬০০ টাকা জরিমানা করেন।

- Advertisement -islamibank

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক ডিসি হিল, সিআরবি এবং জাম্বুরি পার্কে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন। তিনি ৪১ জনকে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM