জয়নিউজসহ নিবন্ধনের অনুমতি পেল আরও ৫১ পোর্টাল

চট্টগ্রাম চেম্বার পরিচালক ও কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব অহীদ সিরাজ চৌধুরী সম্পাদিত অনলাইন নিউজপোর্টাল জয়নিউজবিডি ডটকমসহ আরও ৫১টি অনলাইন নিউজপোর্টাল নিবন্ধনের অনুমতি পেয়েছে। অনলাইন সংবাদমাধ্যমকে নিবন্ধনের অনুমতি দেওয়ার ধারাবাহিকতায় এই অনুমোদন দিয়েছে সরকার।

- Advertisement -

রোববার (২৯ নভেম্বর) তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ২০ কর্মদিবসের মধ্যে সরকার নির্ধারিত ফি জমা দিয়ে এসব নিউজপোর্টালকে নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে।

- Advertisement -google news follower

যেসব প্রতিষ্ঠান নিবন্ধনের অনুমতি পেল— জয়নিউজবিডি ডটকম, সারাবাংলা ডটনেট, বাংলানিউজ২৪ ডটকম, বিডিনিউজ২৪ ডটকম, নিউজনেক্সটবিডি ডটকম, বাংলা ইনসাইডার ডটকম, আনন্দপত্র ডট ইনফো, একুশে পত্রিকা ডটকম, ডেইলি বাংলাদেশ ডটকম, ঢাকা নিউজ২৪ ডটকম, ঢাকা জার্নাল ডটকম, বিডি জার্নাল ডটকম, ভিনিউজ বিডি ডটকম, বাংলাদেশ গ্লোবাল ডটকম, এবিনিউজ২৪ ডটকম, বাংলাদেশ বুলেটিন ডটকম, পানকৌড়ি নিউজ ডটকম, বাংলার খবর২৪ ডটকম, রেডটাইমস ডটকম ডটবিডি, ভাওয়ালনিউজ২৪ ডটকম, নিউজফ্লাস২৪ বিডি ডটকম, এনার্জি বাংলা ডটকম, নিউজ২৪ বিডি ডটনেট, নিউজ২৪ ডটকম, একুশে সংবাদ ডটকম, এশিয়ান মেইল ২৪ ডটকম, লাল সবুজের কথা ডটকম, হাওয়ার বার্তা২৪ ডটকম, মুক্তিনিউজ২৪ ডটকম, সুখবর২৪ ডটকম, মাগুরা প্রতিদিন ডটকম, বিডি সমাচার২৪ ডটকম, আমার হেলথ ডটকম, আইনিউজ ডটকম, দ্য ডেইলি ক্যাম্পাস ডটকম, এমপি নিউজ ডটকম ডটবিডি, সবুজ বাংলাদেশ ডটকম, ডেইলি লোকালয় ডটকম, ই-বার্তা২৪৭ ডটকম, ডিজিটাল খবর ডটকম, সিএনআইবিডি ডটনেট, নিউজ টু নারায়ণগঞ্জ ডটকম, শুভপ্রতিদিন ডটকম, চট্টগ্রাম নিউজ ডটকম, সময়ের কণ্ঠস্বর ডটকম, নিউজগার্ডেনবিডি ডটকম, নিউজ টার্ন২৪ ডটকম, নিউজবাংলা২৪ ডটকম এবং বাংলা৫২ নিউজ।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই ৩৪টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমোদন দেয় তথ্য মন্ত্রণালয়। আর গত ৩ সেপ্টেম্বর ৯২টি পত্রিকার অনলাইন পোর্টালকে নিবন্ধনের অনুমতি দেওয়া হয়।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM