এজলাসে না তুলেই কারাগারে ফেরত পাঠানো হলো ওসি প্রদীপকে

অবৈধভাবে সম্পদ অর্জনের এক মামলায় তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় আদালতের এজলাসে তোলা হয়নি বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশকে।

- Advertisement -

সোমবার (৩০ নভেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে হাজির করার কথা ছিল আলোচিত মেজর সিনহা হত্যা মামলার অন্যতম আসামি টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপকে।

- Advertisement -google news follower

এজন্য তাকে দুপুর সাড়ে ১২টার দিকে কারাগার থেকে প্রিজন ভ্যানে আদালতে আনা হয়। কিন্তু দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় এজলাসে না তুলেই তাকে ফের কারাগারে ফেরত পাঠানো হয়।

দুদকের আইনজীবী মাহমুদুল হক জানান,  দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় তাকে এজলাসে না তুলেই ফেরত পাঠানো হয়েছে।

- Advertisement -islamibank

প্রসঙ্গত, প্রায় ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে  মামলা দায়ের করেন দুদক। মামলার পর থেকে চুমকি পলাতক।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM