মাস্ক না পরে বাইরে বের হওয়ায় নগরে ৩৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩০ নভেম্বর) ফিরিঙ্গী বাজার, নতুন ব্রিজ, চাক্তাই, লালখান বাজার, ওয়াসা মোড়, আন্দরকিল্লা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান ফিরিঙ্গীবাজার, নতুন ব্রিজ, চাক্তাই এলাকায় অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, মাস্ক পরার জন্য সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও ওইসব এলাকার পথচারী, ড্রাইভার, ক্রেতা ও বিক্রেতা অনেকেই মাস্ক পরছেন না। অভিযানে ১৪টি মামলায় ১৬ জনকে ২ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০০টি মাস্কও বিতরণ করা হয়।
লালখান বাজার ও ওয়াসা মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসেন। তিনি ১১টি মামলায় ১১ জনকে ১ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী অভিযান পরিচালনা করেন আন্দরকিল্লা মোড় এলাকায়। তিনি ৮ জনকে ৮টি মামলায় ১ হাজার ৬০০ টাকা জরিমানা করেন এবং বিনামূল্যে ৩০০ মাস্কও বিতরণ করেন।