১ ডিসেম্বরকে মুক্তিযুদ্ধ দিবস ঘোষণার দাবি

১ ডিসেম্বরকে সরকারিভাবে মুক্তিযুদ্ধ দিবস ঘোষণার দাবি জানিয়েছেন চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা।

- Advertisement -

মঙ্গলবার (১ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে দোস্ত বিল্ডিং কার্যালয়ে আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

- Advertisement -google news follower

সংগঠন মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা বেদারুল আলম চৌধুরী বেদার, নারীনেত্রী বেগম দিলোয়ারা ইউসুফ ও মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. জাহিদ হোসেন শরীফ। প্রধান আলোচক ছিলেন গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমেদ।

- Advertisement -islamibank

আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা গৌরী শংকর চৌধুরী, মুক্তিযোদ্ধা ভরত চন্দ্র বড়ুয়া, সংগঠনের নেতা সেলিম চৌধুরী, সাহেদ মুরাদ সাকু, অ্যাড. সাইফুন্নাহার খুশী, চবির সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুক রাসেল, মো. জসীম উদ্দিন, ইঞ্জি. পলাশ বড়ুয়া, মনোয়ার জাহান মনি, নুরুল হুদা চৌধুরী, অ্যাড. কামরুল আজম টিপু, আরিফ মঈনুদ্দীন, মঈনুল আলম খান, সরোয়ার আলম মনি, পংকজ রায়, ইয়াসির আরাফাত, ইঞ্জি. সনাতন চক্রবর্তী, কামাল উদ্দিন, অ্যাড. সৈকত দাশগুপ্ত, দীপন দাশ, নবী হোসেন সালাহউদ্দিন, এমএ হাসান, মো. গিয়াস উদ্দিন, ইঞ্জি. ইয়াকুব মুন্না, ইমরান হোসেন মুন্না, আবু তালেব সানী, ইসমে আজিম আসিফ, কোহিনুর আকতার কনা, রাকিব আহমেদ, মো. ফয়সাল, নাজমুল হক, নাসির উদ্দিন, ইমদাদ রিয়াদ, শাহরিয়ার আহমেদ, মো. শাহাদাত, শাহ আলম ও হেদায়েতুল ইসলাম।

সভায় বক্তারা ১ ডিসেম্বরকে জাতীয় মুক্তিযোদ্ধা দিবস হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে সরকারের প্রতি জোর দাবি জানান। সভার শুরুতে সকল শহীদের স্মরণে সম্মান প্রদর্শন করে এক মিনিট নীরবতা পালন ও বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM