ফাইজারের টিকা ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য

বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার ও বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ রেগুলেটারি কমিটি বলেছে, ফাইজারের এ টিকা করোনার বিরুদ্ধে লড়তে ৯৫ শতাংশ পর্যন্ত কার্যকর।

- Advertisement -

দেশটিতে করোনা সংক্রমণের ‘সর্বোচ্চ ঝুঁকিতে’ থাকা ব্যক্তিদেরকে আগামী সপ্তাহ থেকে এই ভ্যাকসিন দেওয়া হবে। খবর বিবিসি ও গার্ডিয়ানের

- Advertisement -google news follower

যুক্তরাজ্য ইতোমধ্যে ফাইজারের টিকার ৪০ মিলিয়ন ডোজের আদেশ দিয়ে রেখেছে। ফাইজার ও বায়োএনটেকের এই করোনা টিকা দ্রুততম সময়ে তৈরি পৃথিবীর টিকাগুলোর মধ্যে অন্যতম। এটি বাজারে আনতে মাত্র ১০ মাস সময় লাগল।

করোনার টিকার ব্যবহার শুরু হলেও বিশেষজ্ঞরা করোনা রোধে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে বলেছেন। মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলতে বলেছেন তারা। এছাড়া করোনার লক্ষণ দেখা দিলে সাথে সাথে পরীক্ষা করে আইসোলেশনে থাকতে বলেছেন বিশেষজ্ঞরা।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM