করোনা মহামারির কারণে সময়মত নতুন বই পাবে কিনা এনিয়ে সংশয় ছিল অভিবাবকদের। তবে সেই সংশয় কাটিয়ে বছরের শুরুতেই নতুন বই হাতে পাচ্ছেন কোমলমতি শিক্ষার্থীরা।
সেই লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে স্কুলেগুলোতেও আসাতে শুরু করেছে রঙিন মলাটে বাঁধা নতুন বই।
তবে শিক্ষামন্ত্রী দীপু মনি আগেই জানিয়েছেন, বছরের প্রথম দিন প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়ার আনুষ্ঠানিকতা এবার হবে না।
বিকল্প উপায়ে প্রতিটি শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া হবে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে জামালখান এলাকা থেকে ছবিগুলো তোলা।