চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে আগামী ৭ ও ৮ অক্টোবর আর্ন্তজাতিক কনফারেন্স অনুষ্ঠিত হবে। ‘রিথিংকিং ডেভেলপমেন্ট ইন সাউথ এশিয়া-২০১৮’ শীর্ষক এ কনফারেন্সটি অনুষ্ঠিত হবে চবির ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে। কনফারেন্সের সহযোগিতায় রয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।
বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ও সমাজ বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউটের প্রধান প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ জানান, দুই দিনব্যাপী এ কনফারেন্সে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান। এতে আমেরিকা, চীন, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপালসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ১৫০ শিক্ষক ও গবেষক উপস্থিত থাকবেন। এ কনফারেন্সে ৮০টি’র বেশি প্রবন্ধ উপস্থাপিত হবে।
জানা গেছে, কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী কনফারেন্স উদ্বোধন করবেন। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবির উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ। কনফারেন্সের সার্বিক প্রস্তুতি নিয়ে শনিবার বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
জয়নিউজ/হিমেল/আল্পনা/জুলফিকার