সূচক কমেছে দেশের দুই পুঁজিবাজারে

জয়নিউজবিডি ডেক্স: সোমবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৭ পয়েন্ট কমে প্রায় ৫ হাজার ২৬২ পয়েন্টে অবস্থান করছে।

- Advertisement -

ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ৭ দশমিক ৭৮ পয়েন্ট কমে প্রায় একহাজার ২৪০ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ৭ দশমিক ০২ পয়েন্ট কমে প্রায় ১ হাজার ৮৭১ পয়েন্টে অবস্থান করছে।

- Advertisement -google news follower

ডিএসইতে লেনদেন হয়েছে ৬১৪ কোটি ৫৬ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ৩৭ কোটি ২২ লাখ টাকা বেশি।

হাতবদল হওয়া ৩৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ২০০টির ও অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

- Advertisement -islamibank

এদিকে সোমবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ২৪ কোটি ৫৩ লাখ টাকা বেড়ে ৫৩ কোটি ২৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

লেনদেনে থাকা ২৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৪৭টির ও অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ৫০ পয়েন্ট কমে ১৬ হাজার ২১৪ পয়েন্টে অবস্থান করছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM