রাউজানে ইভটিজিংয়ের দায়ে বোরহান উদ্দীন (২৬) ও আল আমিন (১৭) নামে দুই যুবককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম হোসেন রেজা এ দণ্ডাদেশ দেন। বোরহান রাউজানের মোহাম্মদপুর এলাকার মাহবুব আলমের ছেলে ও আল আমিন চাঁদপুর কচুয়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা জয়নিউজকে বলেন, বোরহান ও আল আমিন রাউজানের আর্যমৈত্রেয় ইনষ্টিটিউশনের ছাত্রীদের স্কুলে আসা যাওয়ার পথে ইভটিজিং করতো। সোমবার (১ অক্টোবর) দুপুরে ইভটিজিং করার সময় পশ্চিম রাউজানের বড়ুয়া পাড়া সড়ক থেকে তাদের আটক করা হয়।
পরে বোরহানকে ৫০ জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও আল আমিনকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন শামীম হোসেন রেজা ।
জয়নিউজ/শহীদ/জুলফিকার