মুজিববর্ষ উপলক্ষে রাউজানে ১৪ ইউনিয়ন ও পৌরসভায় ৫০ গৃহহীন পরিবার পাচ্ছে সেমিপাকা ঘর।
রেলপথ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি’র সহায়তায় ঘরগুলো নির্মাণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ জয়নিউজকে বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের দেওয়া তালিকা যাছাই-বাছাই করে উপজেলার ১৪ ইউনিয়ন ও পৌরসভায় ৫০টি সেমিপাকা ঘর নির্মাণে প্রতিটিতে ব্যয় হচ্ছে ঘরে একলাখ ৭১ হাজার টাকা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ জয়নিউজকে বলেন, ৫০টি সেমিপাকা ঘর নির্মাণ কাজ চলছে দ্রুতগতিতে। নির্মাণ করা ঘর গৃহহীনদের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে।
এছাড়া উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল হলদিয়ায় দুটি সেমিপাকা ঘর নির্মাণ করে দিচ্ছেন।
জয়নিউজ/শফিউল/বিআর