যুগ যুগ ধরে শুধু একটি স্বপ্নই দেখে আসছিল দক্ষিণ জনপদের মানুষ। আজ তাদের সেই স্বপ্ন পূরণের দিন (১০ ডিসেম্বর)। আজই যে বসেছে স্বপ্নের পদ্মা সেতুর শেষ স্প্যান।
এর আগে শেষ স্প্যানটি পিলারের কাছে নিয়ে নোঙর করে রাখা হয়েছে। ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর বসানো হয় শেষ স্প্যানটি।
এদিকে সেতুর মাওয়া প্রান্তের ১২ ও ১৩ নম্বর খুঁটির ওপর টু-এফ নম্বর স্প্যানটি বসাতে সকাল ৯টা থেকে কাজ শুরু করেন প্রকৌশলীরা। হালকা কুয়াশার মধ্যে সেটা ঠিকঠাক বসানো শেষ হলেই যুক্ত হয়ে যায় পদ্মার দুই পাড়। স্থাপিত হলো ৬ দশমিক ১৫ কিলোমিটার এই সেতু দিয়ে রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার সরাসরি সড়ক যোগাযোগ।
উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারে বসানো হয় প্রথম স্প্যান। প্রথম স্প্যান থেকে শুরু করে ৩৯তম স্প্যান বসানো পর্যন্ত সময় লেগেছে তিন বছরেরও বেশি।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হয়েছে এই সেতুর কাঠামো। সেতুর উপরের অংশে চলবে যানবাহন, আর নিচ দিয়ে চলবে ট্রেন।
জয়নিউজ