ফেব্রুয়ারির বইমেলা হবে অনলাইনে: বাংলা একাডেমি

বাংলাদেশে করোনাভাইরাস মহামারির কারণে ২০২১ সালের একুশে বইমেলা উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজন না করে অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।

- Advertisement -

বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী জানান, এই সিদ্ধান্ত বাংলা একাডেমির, তবে তা চূড়ান্ত অনুমোদনের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানো হবে।

- Advertisement -google news follower

প্রতিবছর পয়লা ফেব্রুয়ারি থেকে একমাস ধরে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানের একাংশজুড়ে এই মেলা হয়ে থাকে।

তিনি জানান, অনলাইনে এই মেলা কীভাবে আয়োজন করা যায় সেটা নিয়ে তারা এখন পরিকল্পনা করছেন।

- Advertisement -islamibank

সিরাজী বলেন, পৃথিবীর অন্য অনেক দেশের মতই বাংলাদেশেও শীতের সময় করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে এবং বইমেলায় যেহেতু বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়, তাই সংক্রমণ যেন আরো বেশি ছড়িয়ে না পড়ে সেই বিবেচনা থেকেই অনলাইনে বইমেলা করার পরিকল্পনা করছেন তারা।

তবে তিনি এও বলেন, করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হবার পর আগামী বছরেই কোন এক সুবিধাজনক সময়ে প্রাঙ্গণে বইমেলা আয়োজনের চিন্তা তাদের আছে।

প্রতিবছর বাংলা একাডেমির ‘অমর একুশে বইমেলায়’ লক্ষলক্ষ মানুষের সমাগম ঘটে থাকে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM