বোয়ালখালীতে মহিষের আক্রমণে ১ জনের মৃত্যু

বোয়ালখালীতে পাগলা মহিষের আক্রমণে মো. ইসমাইল (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় পৌরসভার গোমদণ্ডী ফুলতলে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

- Advertisement -

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব চৌধুরী জানান, রোববার বিকেল পৌনে ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহিষের আক্রমণে আহত ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

- Advertisement -google news follower

এছাড়া পৌরসভার বহদ্দার পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মো. ইসমাইলকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। আহতরা হলেন— গুলছারা বেগম (৮৫), খুশি বেগম (৪৫), নুরুল আবচার (৪০) ও আবদুর রহিম (২২)। বাকিদের নাম-ঠিকানা তাৎক্ষণিক পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, পৌরসভার বহদ্দারপাড়া এলাকার এক ব্যক্তির মালিকাধীন একটি মহিষ হঠাৎ সাধারণ মানুষের ওপর আক্রমণ করতে থাকে। পরে স্থানীয় জনতা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিষটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

- Advertisement -islamibank

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনার চেষ্টা অব্যাহত আছে। এ বিষয়ে বন বিভাগকে জানানো হয়েছে।

জয়নিউজ/মাসুদ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM