শ্রদ্ধার ফুলে ফুলে সাজল শহীদ মিনার

বিজয়ের ৪৯ বছর পূর্তিতে ভোরের আলো ফুটতেই নগরের শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। শিশু-কিশোর থেকে বৃদ্ধ সকল বয়সী মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে শহীদ মিনার ও এর আশপাশের এলাকা।  মূহুর্তেই শহীদ মিনারের বেদি ভরে যায় শ্রদ্ধার ফুলে ফুলে।

- Advertisement -

বুধবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা হয়।

- Advertisement -google news follower

শ্রদ্ধার ফুলে ফুলে সাজল শহীদ মিনার

সকাল ৮টায় শহীদ মিনারে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, জেলা প্রশাসক ইলিয়াস হোসেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন ও সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা

- Advertisement -islamibank

এছাড়া শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন

বিজয় দিবস উপলক্ষে সকল সরকারি, বেসরকারি ও আধাসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। আলোকসজ্জা করা হয়েছে নগরীর গুরুত্বপূর্ণ ভবনগুলোতে। রাস্তার মোড়ে মোড় বাজছে ৭১’র রনাঙ্গণের গান।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM