হাটহাজারীতে ভুয়া র‌্যাব সদস্য আটক

হাটহাজারীতে ইফতেখার আলম জীবন (৩৬) নামে এক ভুয়া র‌্যাব সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার দক্ষিণ মাদার্শা সমিতির হাট থেকে তাকে আটক করা হয়।

- Advertisement -

র‌্যাব-৭ জানায়, আটক জীবনের বিরুদ্ধে র‌্যাব পরিচয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তিনি পাওনা টাকা আদায় এবং আসামি ধরার নামে হাটহাজারী পৌর এলাকার ফটিকা গ্রামের মো. ওসমান ও একই গ্রামের অভি দে রুবেলের কাছ থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নেন।

- Advertisement -google news follower

অভিযোগকারী মো. ওসমান জানান, জীবন নিজেকে র‌্যাবের অফিসার পরিচয় দেওয়ায় তিনি টাকা দেন। পরে তাকে ফোন দিলে তিনি অপারেশনে বাইরে রয়েছেন বা করোনায় বের হওয়া নিষেধ, এভাবে তালবাহানা করতে থাকে।

র‌্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের অধিনায়ক মেজর মুশফিক রহমান জানান, আটক জীবনকে হাটহাজারী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM