নগর বিএনপির দায়সারা প্রস্তুতি

কেন্দ্রঘোষিত কর্মসূচি ঘিরে নগর বিএনপির প্রস্তুতি গতানুগতিক। দলীয় কার্যালয় নাসিমন ভবন প্রাঙ্গণে কয়েকশ’ মানুষের উপস্থিতিতে কেন্দ্রঘোষিত আজকের সমাবেশ পালনের চিন্তা তাদের। বড় জমায়েতের কোনো নির্দেশনা দেয়নি দলটির নগর হাইকমান্ড। তাই একপ্রকার দায় সারতে সমাবেশ আয়োজন করেছে তারা।

- Advertisement -

এ ব্যাপারে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন জয়নিউজকে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রঘোষিত আজকের বিক্ষোভ কর্মসূচি আমরা লালদীঘি ময়দানে করতে চেয়েছিলাম। প্রশাসন আমাদের অনুমতি দেয়নি। তাই দলীয় কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ করব। এর জন্য যতটুকু প্রস্তুতি দরকার, ততটুকু প্রস্তুতিই আমরা নিয়েছি।

- Advertisement -google news follower

নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে জনজোয়ার দেখে সরকার চিন্তিত হয়ে পড়েছে। তাই কর্মসূচি পালনে প্রশাসনকে দিয়ে বাধা দিচ্ছে। দলীয় কার্যালয় প্রাঙ্গণে আমাদের বড় প্রস্তুতি ছাড়াও হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়। আজকের কেন্দ্রঘোষিত কর্মসূচি পালন শেষে আমরা বড় শো-ডাউনের অনুমতির চেষ্টা চালাচ্ছি। অনুমতি পেলে আমরা বড় শো-ডাউন করব।

বিএনপির সহযোগী সংগঠন যুবদলের নগর সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে আমরা তৈরি আছি। পুলিশ দিয়ে আমাদের ঘরবন্দি করে রাখা যাবে না।

- Advertisement -islamibank

নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান জয়নিউজকে বলেন, দলীয় কর্মসূচি বাস্তবায়নে নগর স্বেচ্ছাসেবক দল সবসময় প্রস্তুত। তবে দলীয় কার্যালয়ের পরিবর্তে বড় পরিসরে কর্মসূচি হলে স্বেচ্ছাসেবক দল ব্যাপকভাবে অংশগ্রহণ করবে।

উল্লেখ্য, সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ থেকে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার (৪ অক্টোবর) দেশব্যাপী সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

জয়নিউজ/ফরহান অভি/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM