খাগড়াছড়ির গুইমারায় পাহাড়ি টিলা থেকে মাটি কাটার দায়ে ইটভাটার মালিক মশিউর রহমান তারেককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে গুইমারা উপজেলার সাইনগুলি পাড়া এলাকায় পাহাড়ি টিলার মাটি কাটার সময় অভিযান চালিয়ে ৩ জন চালকসহ ৩টি পিকআপ জব্দ করা হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতে দায় স্বীকার করলে এক লাখ টাকা জরিমানা নিয়ে আটক ব্যক্তি ও জব্দ হওয়া পিকআপ ছেড়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করে পাহাড়ি টিলার মাটি কেটে ফোর স্টার ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছিল। ইটভাটার মালিক মশিউর রহমান তারেককে এক লাখ টাকার অর্থদণ্ড ও সর্তক করা হয়।