চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, নীতি, আদর্শ ও সততার প্রশ্নে আজীবন আপোষহীন ছিলেন কফিল উদ্দিন। তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
রোববার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় বাকলিয়ার মিয়ার বাপের বাড়ীর মাঠে সেক্টর কমান্ডারস ফোরাম চট্টগ্রাম জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে সংগঠনের নগর শাখার সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম কফিল উদ্দিনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন চসিক প্রশাসক।
সংগঠনের নগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর আহমেদ।
প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। আলোচনায় অংশ নেন সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, ফোরকান উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, যুগ্ম সম্পাদক সেলিম চৌধুরী, অ্যাড. ইফতেখার রাসেল, আবদুল মালেক খান, শাহেদ মুরাদ শাকু, মো. জসীম উদ্দিন, সেলিম রহমান, ইঞ্জি. পলাশ বড়ুয়া, মনোয়ার জাহান মনি, অ্যাড. সৈকত দাশগুপ্ত, মো. নাজিম উদ্দিন, মঈনুল আলম খান, পংকজ রায়, মোজাম্মেল হক মানিক, নবী হোসেন সালাউদ্দিন, মুক্তিযোদ্ধা ছৈয়দ আহমেদ, লেয়াকত হোসেন, ইয়াছির আরাফাত, মোস্তাফিজুর রহমান বিপ্লব ও সরোয়ার আলম মনি।
পরিবারের পক্ষে বক্তব্য রাখেন তাঁর সন্তান ওয়াহেদ মুরাদ। সভায় সম্প্রসারিত বাকলিয়া ডিসি রোড মুক্তিযোদ্ধা কফিল উদ্দিনের নামে নামকরণের জন্য চসিক’র প্রতি দাবি জানানো হয়।
বিকেলে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় তার কবরে দোয়া মাহফিল ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।