চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সমাবেশ থেকে গ্রেফতার হওয়া ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। বুধবার (৩ অক্টোবর) বিকাল তিনটায় নগরের কাজির দেউড়ি নূর আহমদ সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসিন জয়নিউজকে বলেন, গ্রেফতার হওয়া নেতা-কর্মীদের বিরুদ্ধে ভাংচুর, ত্রাস সৃষ্টি, বোমা বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলার অভিযোগে ৩ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নেতাকর্মীদের গ্রেফতার এবং মামলা দায়েরের প্রতিবাদ জানিয়ে উত্তর জেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন জয়নিউজকে বলেন, রাজনৈতিক দলের কার্যালয় হলো প্রতিটি নেতাকর্মীর জন্য পাঠশালা। নেতাকর্মীরা কার্যালয়ে আসবে এটা স্বাভাবিক। কিন্তু কার্যালয়ে আসার পথে তাদের বিনা উস্কানিতে গ্রেফতার করে বিস্ফোরক-গায়েবি মামলা দিয়ে চালান দেওয়ার নিন্দা জানাই।
জয়নিউজ/ফারুক মুনির/আরসি