২০২২ সাল থেকে আইপিএলে ১০ দল

২০২২ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নেবে ১০ দল। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বার্ষিক সাধারণ সভায় ২২ সাল থেকে ১০ দলের আইপিএল আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

- Advertisement -

করোনাভাইরাসের কারণে এবারের আইপিএল পড়েছিল হুমকির মুখে। তবে দেরিতে হলেও দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে। ২০২১ সালে আগামী আসর হওয়ার কথা রয়েছে ভারতেই। এই আসরটি অনুষ্ঠিত হবে ৮ দলের। এরপর থেকেই শুরু হবে ১০ দলের আইপিএল।

- Advertisement -google news follower

এদিকে আহমেদাবাদে অনুষ্ঠিত সাধারণ সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। তার মধ্যে অন্যতম ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্তি নিয়ে আইসিসির করা দাবিকে সমর্থন জানানো।

আইপিএলের বর্তমান দলগুলো হলো— মুম্বাই ইন্ডিয়ানস, সানরাইজার্স হায়দরাবাদ, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, কিংস ইলেভেন পাঞ্জাব, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM