নগরের এনায়েত বাজারে চট্টগ্রাম নির্বাচন কমিশন অফিসের পাশে দেয়াল ধসে ঘটনাস্থলেই এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে নেয়ার পর আরও এক শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।
তিনি বলেন, নির্বাচন কমিশন অফিসের পাশে একটি খালি জায়গায় কয়েকজন শ্রমিক কাজ করছিল। এসময় দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলেই এক শ্রমিক নিহত হয়। আহত আরও দুই জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে নির্বাচন কমিশন অফিসের সামনে কাজ করার সময়ে দেয়ালে ধসে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত দু’জনকে চমেক হাসপাতালে নেওয়া হয়েছে।
চমেক পুলিশ ফাঁড়ির সদস্য আলাউদ্দিন বলেন, নির্বাচন অফিসের পাশে দেয়াল ধসে গুরতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়। দুপুর ২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।