সীতাকুণ্ড পৌরসভা নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

বিক্ষিপ্ত সংঘর্ষ ও ধাওয়া—পাল্টা ধাওয়ার মধ্যদিয়ে শেষ হয়েছে সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ। এছাড়া নির্বাচন বর্জন করেছেন এক মেয়র প্রার্থী।

- Advertisement -

এর আগে সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ১৭টি কেন্দ্রের ৯৮টি বুথে ভোটগ্রহণ করা হয়।

- Advertisement -google news follower

সিনিয়র আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আতাউর রহমান বলেন, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন গণনা চলছে।

প্রসঙ্গত, সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৬৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নয়টি ওয়ার্ডে মোট ভোটার ৩৪ হাজার ৮১৩ জন। এর মধ্যে পুরুষ ১৭ হাজার ৮২৭ জন ও মহিলা ভোটার ১৬ হাজার ৯৮৬ জন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM