চলমান পৌরসভা নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনে কমপক্ষে ৬০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।
তিনি বলেন, প্রথম ধাপের নির্বাচন আমাদের দৃষ্টিতে খুবই ভালো হয়েছে। ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এমনকি সময় শেষ হয়ে যাওয়ার পরেও ভোট দেওয়ার জন্য অনেক ভোটার লাইনে দাঁড়িয়ে ছিলেন।
সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সচিব তার নিজ কার্যালয়ে নির্বাচন পরবর্তী ব্রিফিংয়ে এ কথা বলেন।
সচিব বলেন, আজ সাংবাদিকদের রিপোর্টে ও আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে যে তথ্য পেয়েছি, তাতে মনে হচ্ছে ৬০ সতাংশের নিচে ভোট পড়েনি। কোথাও কোথাও ৭০ বা ৭৫ সতাংশ ভোট পড়েছে।