সীতাকুণ্ডে পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে ১০ হাজার ৮২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র বদিউল আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭২ ভোট। এছাড়া মোবাইল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
সোমবার (২৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার বুলবুল আহমেদ। তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদিউল আলম নৌকা প্রতীকে ১০ হাজার ৮২৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিটকতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭২ ভোট।
জানা গেছে, সীতাকুণ্ড পৌরসভায় মােট ভােটার সংখ্যা ৩৪ হাজার ৮১৩ জন। এর মধ্যে পুরুষ ভােটার ১৭ হাজার ৮২৭ জন ও মহিলা ভােটার ১৬ হাজার ৯৮৬ জন। ৯টি ওয়ার্ডে ভােট কেন্দ্রের সংখ্যা ১৭টি।
এর আগে সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ১৭টি কেন্দ্রের ৯৮টি বুথে ভোটগ্রহণ করা হয়।
প্রসঙ্গত, সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদিউল আলম, ধানের শীষ প্রতীকে আবুল মনছুরসহ তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৬৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।