ভাসানচরে গেলেন আরো ১৮০৪ রোহিঙ্গা

দ্বিতীয় দফায় আরো এক হাজার ৮০৪ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচর যাচ্ছেন।

- Advertisement -

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে নৌবাহিনীর ৪ টি জাহাজে করে চট্টগ্রাম ছাড়েন তাঁরা। প্রথমদিকে ভাসানচরে যেতে রোহিঙ্গাদের বোঝাতে হলেও এখন তারা নিজেরাই তালিকায় নাম লেখাচ্ছেন বলে জানা গেছে।

- Advertisement -google news follower

উখিয়া ও টেকনাফের তালিকাভুক্ত (রেজিস্টার) ক্যাম্প ছাড়া বাকি সব ক্যাম্প থেকেই এবার রোহিঙ্গারা ভাসানচর যাচ্ছেন। উখিয়ার কুতুপালং-১, ২, ৩, ৪, ৫, ৮ ডব্লিউ ক্যাম্প থেকেও যাচ্ছে অনেক রোহিঙ্গা পরিবার। উখিয়ার কুতুপালং-৪ নম্বর ক্যাম্প থেকে ২৭ ও কুতুপালং-২ ডব্লিউ থেকে ২৪টি পরিবার ভাসানচরে যাচ্ছে।

গত ৪ঠা ডিসেম্বর ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তরিত হন।  দুই দফায় ভাসানচরের বাসিন্দা হতে যাচ্ছেন মোট ৩ হাজার ৪৪৬ জন।

- Advertisement -islamibank

ভাসানচরের এই তিন ঘন্টার নৌযাত্রায় রোহিঙ্গাদের দেয়া হয়েছে দুপুরের খাবার, সঙ্গে আছে নৌবাহিনীর জরুরি মেডিকেল টিমও।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM