খাগড়াছড়ির আলুটিলা এলাকার রিছাং ঝর্ণায় বেড়াতে গিয়ে দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওই দুই তরুণ হলেন— লক্ষ্মীপুর জেলার অপু চন্দ্র দাশ এবং খাগড়াছড়ি শহরের রুইখই চৌধুরী পাড়ার মৃত দুলাল নাথের ছেলে প্রীতম নাথ।
স্থানীয়রা জানায়, মূল রিছাং ঝর্ণার উপরে আরেকটি ঝর্ণা রয়েছে। যেটি অনেক গভীর ও দুর্গম। বৃহস্পতিবার দুপুরে অপু ও প্রীতম ওই ঝর্ণায় গোসল করতে যান। এ সময় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
খাগড়াছড়ি ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক সন্তোষ ধামাই জানান, বিকেলে স্থানীয় একজন পানিতে ওই দুই তরুণের লাশ দেখতে পান। পরে খবর পেয়ে মাটিরাঙ্গা পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় লাশ দু’টি উদ্ধার করা হয়।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, ওই দুই তরুণের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।