চলমান পৌরসভা নির্বাচনের চতুর্থ ধাপে ৫৬ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। রোববার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর এই তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী চতুর্থ ধাপের এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারি, যাচাই-বাছাই ১৯ জানুয়ারি, প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি। ভোটগ্রহণ ১৪ ফেব্রুয়ারি।
সচিব জানান, চতুর্থ ধাপের এই ৫৬ পৌরসভার মধ্যে ৩১টিতে ইভিএমের মাধ্যমে ও বাকিড়গুলোয় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে৷ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ।