চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) নগরের বিভিন্ন এলাকায় রাস্তা কাটার ক্ষতিপূরণ বাবদ ৪ কোটি ৪৭ লক্ষ ৪৩ হাজার ৫ শত ৯৮ টাকা পরিশোধ করেছে চট্টগ্রাম ওয়াসা। পানি সরবরাহ স্বাভাবিক করার লক্ষ্যে রাস্তা কাটার জন্য পে-অর্ডারের মাধ্যমে এই টাকা পরিশোধ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) বিকেলে মেয়র দপ্তরে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাতে ক্ষতিপূরণের টাকার পে-অর্ডার হস্তান্তর করেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ।
এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহাসহ ওয়াসার উপ ব্যবস্থাপনা পরিচালক গোলাম হোসেন, সচিব শামীম সোহেল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাকসুদ আলম ও মো. আরিফুল ইসলামসহ করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য চট্টগ্রাম ওয়াসার উদ্যোগে পাইপ লাইন স্থাপনের জন্য শহরের বিভিন্ন এলাকায় রাস্তা কাটা হয়। এ সকল রাস্তা ওয়াসার কাজ শেষে চট্টগ্রাম সিটি করপোরেশন মেরামত করবে।
জয়নিউজ/জুলফিকার