বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় এ সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদের ভিপি আব্দুল খালেক সোহেলের সভাপতিত্বে ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শিমুলের পরিচালনায় সভায় অতিথি ছিলেন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু হেনা ফারুকী, ছাত্র সংসদের সাবেক জিএস ও মহানগর যুবলীগের সদস্য সাখাওয়াত হোসেন সাকু, ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বশর, সাবেক সাধারণ সম্পাদক ইশতেহার উদ্দিন পারভেজ, ছাত্র সংসদের সাবেক ভিপি আরিফ মইনুদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সাবেক সভাপতি আমিনুল নিজামী রিফাত, সাবেক সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মাসুদ, সাবেক ভিপি রায়হানুল হক, সাবেক জিএস শাহাদাত হোসাইন, সাবেক জিএস জাফর আলম রবিন, সাবেক আইন বিষয়ক সম্পাদক অসীক দত্ত, সাবেক প্রচার সম্পাদক জাহেদুল ইসলাম শিশির, সহসভাপতি কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল, এজিএস আদিত্য সৈকত, সাবেক ক্রীড়া সম্পাদক গাজী কামাল, ছাত্র সংসদের অর্থ সম্পাদক কাজী ইকবাল, সাবেক মহিলা বিষয়ক সম্পাদিক সাজেদা বেগম ডলি, ফারজানা আকতার, নূর নাহার শেলী, তানজিনা খানম, নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. রোকন উদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদিক রুবি আক্তার, মুসলেম উদ্দীন সাহেদ, ছাত্রী বিষয়ক সম্পাদিক সাবিহা সুলতানা, ছাত্রলীগ নেতা আহমেদ রুবেল, ছাত্রলীগ নেতা মিনহাজ উদ্দিন, ছাত্রলীগ নেতা আব্দুর শুক্কুর রুবেল,আকলিমা খানম, আসিফ হোসেন মিলাদ, মো. মোস্তফা, অজিফা ভূইয়া, তুহিন হোসেন, সাথী আক্তার, মো. ফারুক, ক্রীড়া সম্পাদক সাদ্দাম হোসেন রিফাত, সমাজ কল্যাণ সম্পাদক সুব্রত নাথ রুবেল, মো, জসিম উদ্দিন, ২য় বর্ষের শ্রেণী প্রতিনিধি মো. আক্তার হোসাইন, ছাত্রলীগ নেত্রী জেসমিন আক্তার জেসি, নেত্রী মনিষা আক্তার শিমু, ছাত্রনেতা দিপক বড়ুয়া, ইসরাত জাহান, ছাত্রনেতা মো. সিফাতুল হক নিরব, কানিজ ফাতেমা চৌধুরী, তরিকুল ইসলাম, সালমা আক্তার, তাসলিমা আক্তার, নাজমা আকতার, গোলাম রসুল অভি, সাইফুল ইসলাম, জান্নাতুল লিজা, ছাত্রনেতা মঈনুল হাসান, ফয়সাল কাদের আসিক, মো. শাহেদুল ইসলাম, আব্দুর রহিম রুবেল, আব্দুল্লাহ আল মামুন, শান্তা আকতার, মিজান, রুবেল, জালাল প্রমুখ।
সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এরপর কলেজ থেকে শুরু হওয়া র্যালি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহানগর ছাত্রলীগের সমাবেশে যোগ দেয়।