চট্টগ্রামে করোনা: নগরই করোনার হটস্পট

শৈত্যপ্রবাহের শুরু থেকেই চট্টগ্রামে উচ্চহারে বাড়তে থাকে করোনা রোগীর সংখ্যা। আবার আক্রান্তদের মধ্যে আবার প্রায় ৯০ শতাংশই নগরের বাসিন্দা। তাই যেকোনো অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

- Advertisement -

তবে আশার কথা বেশ কয়েকদিন ধরে করোনায় চট্টগ্রামে কেউ মৃত্যুবরণ করেননি।

- Advertisement -google news follower

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৩৯টি নমুনা পরীক্ষা করায় আক্রান্ত হয়েছেন ১০৩ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৮৯৬ জন। এদিনও করোনায় কেউ মৃত্যুবরণ করেননি।

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

- Advertisement -islamibank

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি)৭৬১টি নমুনা পরীক্ষায় ১৮ জন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪২৪টি নমুনা পরীক্ষায় ৩০ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৯টি নমুনা পরীক্ষায় ১১ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৮২টি নমুনা পরীক্ষায় ৭ জন এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল)৩২টি নমুনা পরীক্ষায় ১৩ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৩টি নমুনা পরীক্ষায় ১৩ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪১টি নমুনা পরীক্ষায় ৪ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৬টি নমুনা পরীক্ষায় ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮১টি নমুনা পরীক্ষায় একজনের শরীরে করোনা অস্তিত্ব মেলেনি।

গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৮৫ জন এবং উপজেলায় ১৮ জন।

জয়নিউজ/হিমেল/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM