করোনা শনাক্তে চট্টগ্রামে অ্যান্টিজেন পরীক্ষা শুরু

চট্টগ্রামেও করোনাভাইরাস শনাক্তকরণে অ্যান্টিজেন পরীক্ষা শুরু হয়েছে। বুধবার (৬ জানুয়ারি) বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবের প্রধান অধ্যাপক ডা. শাকিল আহমদ।

- Advertisement -

তিনি বলেন, মঙ্গলবার (৫ জানুয়ারি) থেকে বিআইটিআইডি ল্যাবে অ্যান্টিজেন টেস্ট শুরু করেছি। প্রথমদিন ৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে একটি পজেটিভ আসে। অল্প সময়ের মধ্যে আমরা রিপোর্ট দিয়ে দিচ্ছি।

- Advertisement -google news follower

‘স্বাস্থ্য অধিদপ্তর থেকে ১ হাজার কিট দেওয়া হয়েছে। গত সোমবার আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে এন্টিজেন টেস্টের অনুমতি দেওয়া হয় বলেও জানান তিনি।’

এর আগে গত বছরের ২১ সেপ্টেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব বিলকিস বেগম স্বাক্ষরিত এক আদেশে অ্যান্টিজেন টেস্টের অনুমতি দেওয়া হয়। পরে গত ৫ ডিসেম্বর থেকে করোনাভাইরাস শনাক্তের অ্যান্টিজেন পরীক্ষা দেশের ১০টি জেলায় শুরু হয়।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM