বন্ধ করে দেওয়া হয়েছে ট্রাম্পের ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। প্ররোচনামূলক পোস্ট করার অভিযোগে সাময়িকভাবে এসব অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে।

- Advertisement -

এদিকে টুইটারের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ট্রাম্প যদি এ ধরনের টুইট করা থেকে বিরত না হন তবে স্থায়ীভাবে তাঁর অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দেওয়া হবে।

- Advertisement -google news follower

এক বিবৃতিতে টুইটার জানায়, ওয়াশিংটন ডিসিতে নজিরবিহীন হামলার ঘটনার কথা মাথায় রেখেই ট্রাম্পের টুইটগুলো সরাতে হয়েছে। প্ররোচনামূলক টুইট করেছিলেন ট্রাম্প, যা আমাদের সিভিক ইন্টিগ্রিটি পলিসিবিরোধী।

বুধবার ওয়াশিটন ডিসির ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা চালায় ট্রাম্পের কয়েক হাজার সমর্থক। পুলিশ ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে চারজনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। ক্যাপিটল বিল্ডিংয়ে এ হামলায় নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে।

- Advertisement -islamibank

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ