হাটহাজারীতে সেলিনা আক্তার সেলি (৩৪) নামে এক মাদক বিক্রেতাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। দণ্ডপ্রাপ্ত সেলি উপজেলার বালুচরা এলাকায় বসবাস করলেও তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের হাটহাজারী কলেজ গেইট এলাকা থেকে তাকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. সফিয়ার রহমান। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই মাদক বিক্রেতাকে এক মাসের কারাদণ্ড দেন।
ইউএনও রুহুল আমিন জানান, দণ্ডপ্রাপ্ত সেলি রাঙামাটির সুগার মিল এলাকা থেকে বাংলা মদ কিনে এনে কর্নেলহাট এলাকায় বিক্রি করতেন। বৃহস্পতিবার হাটহাজারী কলেজ গেইট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্তারা।
জয়নিউজ/জুলফিকার