৫৯ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ায় বিমান নিখোঁজ

ইন্দোনেশিয়ায় ৫৯ যাত্রী নিয়ে একটি বিমান নিখোঁজ হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) রাজধানী জাকার্তার বিমান বন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে রয়টার্স।

- Advertisement -

কর্মকর্তারা জানিয়েছেন, দ্য স্রিউইজায়া এয়ারের বোয়িং ৭৩৭ বিমানটি পশ্চিম কালিমান্তান প্রদেশের পন্টিয়ানাকে যাচ্ছিল।

- Advertisement -google news follower

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট ট্রেডার টুয়েন্টিফোর ডটকম জানিয়েছে, এক মিনিটের মধ্যে বিমানটি তিন হাজার মিটারের বেশি উচ্চতা থেকে নেমে এসেছিল।

স্থানীয় সংবাদমাধ্যম রিপাবলিকা জানিয়েছে, বিমানটিতে ৫৯ জন যাত্রী ছিল। এদের মধ্যে পাঁচ শিশু ও এক নবজাতক রয়েছে।

- Advertisement -islamibank

ইন্দোনেশিয়ার যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার ও খোঁজ অভিযান চলছে।

এর আগে ২০১৮ সালে ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের একটি যাত্রীবাহী বিমান সাগরে বিধ্বস্ত হয়। ওই ঘটনায় নিহত হয় ১৮৯ জন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM