শাশুড়িকে গলা কেটে হত্যায় পুত্রবধূর যাবজ্জীবন

আনোয়ারা উপজেলার বরুমচড়া এলাকায় ২০১৪ সালে শ্বাশুড়িকে গলাকেটে হত্যার দায়ে নাইম উদ্দিন লিজা (২৬) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

- Advertisement -

এছাড়াও আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছেন। রোববার (১০ জানুয়ারি) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালত এ রায় দেন।

- Advertisement -google news follower

সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রুবেল পাল বলেন, ২০১৪ সালে আনোয়ারা উপজেলার বরুমচড়া এলাকায় শ্বাশুড়িকে গলাকেটে হত্যার দায়ে নাইম উদ্দিন লিজা নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছেন।

অ্যাড. রুবেল পাল জানান, ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর নিজ বাড়িতে খুন হন বরুমচড়া এলাকার সোহাগ খাতুন। এ ঘটনায় নাইম উদ্দিন লিজার বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা দায়ের হয়। গ্রেফতারের পর আদালতে নাইম উদ্দিন লিজা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। লিজা জানান, প্রতিবেশি দেবর হাফিজুল ইসলাম কফিলসহ মিলে সোহাগ খাতুনকে গলাকেটে খুন করেন।

- Advertisement -islamibank

‘২০১৪ সালের ২০ নভেম্বর লিজার সঙ্গে তাকেও আসামি করে দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। রোববার আদালত নাইম উদ্দিন লিজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও হাফিজুল ইসলাম কফিলকে খালাস দেন। আমরা রায়ের কপি পাওয়ার পর উচ্চ আদালতে যাবো।’

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM