জানুয়ারিতেই দেশে আসছে করোনা ভ্যাকসিন

চলতি জানুয়ারি মাসেই ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত করোনা ভ‌্যাকসিন বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

- Advertisement -

সোমবার (১১ জানুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউসের বরাত দিয়ে সাংবাদিকদের এ তথ‌্য জানান তিনি।

- Advertisement -google news follower

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজ মন্ত্রিসভার বৈঠকে করোনা নিয়ে আলোচনা হয়েছে। করোনার ভ্যাকসিন তো আসতেছে। মুখ্য সচিব এটা কো-অর্ডিনেট করছেন। তিনি গতকালকে একটা মিটিং করেছেন। ওনারা হয়তো আজকে সিদ্ধান্ত জানিয়ে দেবেন।

সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন কবে বাংলাদেশে আসবে, জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এই মাসের মধ্যে চলে আসছে বলে আজকের মিটিংয়ে বলা হয়েছে। উনি (মুখ্য সচিব) বলেছেন, আশা করি, এই মাসের শেষের মধ্যেই চলে আসবে।

- Advertisement -islamibank

অক্সফোর্ড-অ‌্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ভ্যাকসিনের ৩ কোটি ডোজ পেতে গত ৫ নভেম্বর সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এর আওতায় প্রথম ধাপে প্রতি মাসে ৫০ লাখ করে ছয় মাসে ৩ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়ার কথা সেরাম ইনস্টিটিউটের।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM